কবি মোছাঃ সীমা ইসলাম এর কবিতা // এসো ফসল ফলায়
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ২১ আগস্ট, ২০২২
-
৮০
Time View
জমির বুকে আবাদ করে
এসো ফসল ফলায়
খাদ্যসংকট—দূরে রবে
এ দেশ থেকে পলায়।
আবাদ করলে প্রতি জমি
হবে অনেক দামি।
বসে না ভাই থেকে সবাই
জমি চাষে নামি।
সাধ্যমত —সকল ফসল
আবাদ করতে হবে
দ্রবমূল্যের ——-ঊধর্বগতি
কমে যাবে তবে।
চেষ্টা করলে –সাধ্যমতো
ফসল ফলতে পারি,
অনাহারে–থাকবে না আর
কোন নর-নারী।
টাটকা সব্জি পাবো মোরা
পুষ্টি -গুনে ভরা
সুষম খাদ্যে ভরে যাবে
এই না- বসুনধরা।
পরিত্যক্ত—জমি গুলো
রাখবো না আর ফেলে
লাঙ্গল নিয়ে হালটা ধরো
বাংলা মায়ের ছেলে।
প্রতি জমি রাখবো মোরা
ফল ফসলে ঘেরা
উৎপাদনে– —-বিশ্বজুড়ে
আমরা হবো সেরা।
ভেজাল মুক্ত টাটকা খাবার
ভিটামিনে –ভরা,
অসুখ-বিসুখ কমে যাবে
সুস্থ থাকবে ধরা।
পেটটা ভরে খেতে পারবো
হাসি থাকবে মুখে
অভাব মুক্ত দেশটা হবে
থাকবো সবাই সুখে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category