1. admin@mannanpresstv.com : admin :
কবি মোছাঃ সীমা ইসলাম এর কবিতা // এসো ফসল ফলায় - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

কবি মোছাঃ সীমা ইসলাম এর কবিতা // এসো ফসল ফলায়

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৮০ Time View
জমির বুকে আবাদ করে
 এসো ফসল ফলায়
খাদ্যসংকট—দূরে রবে
এ দেশ থেকে পলায়।
আবাদ করলে প্রতি জমি
 হবে অনেক দামি।
বসে  না ভাই থেকে সবাই
 জমি চাষে নামি।
সাধ্যমত —সকল ফসল
 আবাদ করতে হবে
দ্রবমূল্যের ——-ঊধর্বগতি
 কমে যাবে তবে।
চেষ্টা করলে –সাধ্যমতো
 ফসল ফলতে পারি,
অনাহারে–থাকবে না আর
কোন নর-নারী।
টাটকা সব্জি  পাবো মোরা
 পুষ্টি -গুনে ভরা
 সুষম খাদ্যে ভরে যাবে
এই না- বসুনধরা।
পরিত্যক্ত—জমি গুলো
রাখবো না আর ফেলে
লাঙ্গল নিয়ে হালটা ধরো
বাংলা মায়ের ছেলে।
প্রতি জমি রাখবো মোরা
 ফল ফসলে ঘেরা
উৎপাদনে– —-বিশ্বজুড়ে
আমরা হবো সেরা।
ভেজাল মুক্ত টাটকা খাবার
 ভিটামিনে –ভরা,
অসুখ-বিসুখ কমে যাবে
 সুস্থ থাকবে ধরা।
পেটটা ভরে খেতে পারবো
 হাসি থাকবে মুখে
অভাব মুক্ত দেশটা হবে
 থাকবো সবাই সুখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD