রংপুর র্যাব-১৩ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকা জেলার গাজীরচট থানা এলাকা হতে ৮ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি নুর ইষলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ২৫ মার্চ বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার ফরেস্ট বাগানের সামনে ভুট্টা ক্ষেতের ভিতর ৮ বছরের শিশু কন্যা ধর্ষণের শিকার হয়। শিশুটি অন্যান্য দিনের ন্যায় তার বাড়ির সামনে একটি বাগানে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। এসময় মো. নুর ইসলাম ভুট্টা ক্ষেতের ভিতর শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ধর্ষক পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ২৬ মার্চ বদরগঞ্জ থানায় মামলা করেন। ঘটনা পর আসামি মো. নুর ইসলাম গ্রেফতার এড়াতে রংপুর হতে পালিয়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে র্যাব-১৩, রংপুর ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র্যাব-১৩ এবং র্যাব-৪ এর সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. নুর ইসলামকে গ্রেফতার করা হয়। নুর ইসলাম বদরগঞ্জ উপজেলার আমলী ডাঙ্গা এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।