ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেছেন, ‘রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমরা সবাই শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর কর্মী। আমরা কর্মী হিসেবে কাজ করতে চাই।’
আজ শুক্রবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেছেন তিনি।
এর আগে দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ছাড়েন সম্রাট। পরে বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।
এ উপলক্ষে দুপুর আড়াইটা থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় স্লোগানে স্লোগানে জড়ো হতে শুরু করেন যুবলীগের হাজারো নেতাকর্মী। তখন নেতাকর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’, ‘পঁচাত্তরের খুনিরা, হুঁশিয়ার সাবধান’ ও ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য, কারা তত্ত্বাবধায়নে দীর্ঘদিন বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ইসমাইল চৌধুরী সম্রাট গত সোমবার রাতে জামিনে মুক্তি পান। এরপর অসুস্থতাজনিত কারণে আরও দুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।