প্রতি মাসে গড়ে ২৫ কেজি হিসাবে গত দুই বছরে ১৫ মণ বেগুন হয়েছে জানিয়ে আমির আলী বলেন, প্রতি কেজি গড়ে ২০ টাকা হিসাবে এক গাছ থেকে মোট ১২ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন।
পরিচর্যা করলে একটি বেগুনগাছ থেকে দীর্ঘদিন ফলন পাওয়া সম্ভব বলে জানিয়েছেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাদেকুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, আমির আলী একজন আদর্শ কৃষক। তিনি পরিশ্রম ও প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছেন। কৃষি বিভাগ থেকে তাঁকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
সম্প্রতি আমির আলীর ফসলের খেতে গিয়ে দেখা গেছে, বেগুন সংগ্রহ ও পরিচর্যার কাজ করছেন তিনি। বসতভিটায় লেবু, আখ ও পেঁপের গাছ লাগিয়েছেন। বাড়িতে রয়েছে গরু, ছাগল ও হাঁস-মুরগি।