খেলার মাঠে বাজে আচরণ করায় শাস্তি পেয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান আসিফ আলি ও আফগানিস্তানের পেসার ফরিদ আহমাদ। আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ হওয়ায় তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তারা একটি করে ডিমেরিট পয়েন্টও পাচ্ছেন।
বৃহস্পতিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অভিযুক্ত দুই ক্রিকেটারই নিজেদের শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
শারজাহতে বুধবার এশিয়া কাপে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেন আসিফ ও ফরিদ। পাকিস্তান ইনিংসের ১৯তম ওভারে ঘটে এই কাণ্ড।
আসিফ আউট হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ফরিদসহ আফগানিস্তানের খেলোয়াড়রা। আসিফের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফরিদ। তাতেই মেজাজ হারান আসিফ। ফরিদকে ধাক্কা মেরে দেন। ছেড়ে দেননি আফগান পেসারও। আসিফকে অনুসরণ করতে থাকেন। সম্ভবত কিছু বলতেও থাকেন।
তারপরই পেছন ঘুরে ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে যান পাকিস্তানের খেলোয়াড় আসিফ। সেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে আসেন আম্পায়ার এবং আফগানিস্তানের খেলোয়াড়রা। ফরিদ এবং আসিফকে সরিয়ে নিয়ে যান তারা।