কবি মোছাম্মৎ সীমা ইসলাম এর কবিতা // মহৎ একটি কর্ম
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
-
১০৩
Time View
তওবা করলে ক্ষমা করেন
মোদের স্বয়ং আল্লাহ,
দ্বীনের পথে মহৎ কর্মে
দিতে হবে পাল্লা।
ক্ষমা হলেন মুমিন ব্যক্তির
মহৎ একটি কর্ম,
দোষী জনকে ক্ষমা করে
মেনে চলেন ধর্ম।
কঠোরতা ত্যাগ করে ভাই
মনকে করেন নরম,
উদারতার শিক্ষা নিয়ে
হতে হবে পরম।
ক্ষমার দ্বারা জীবন মাঝে
আসবে ফিরে শান্তি,
রেষারেষি -দূরে যাবে
ভাঙ্গবে মনের ভ্রান্তি।
রাগ অভিমান ভুলে গিয়ে
করি সবাই ক্ষমা,
আমল খাতায় বেশি করে
পুণ্য রাখি জমা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category