মৃত্যুর সার্টিফিকেট হাতে নিয়ে জন্মেছ তুমি
তোমাকেই গিলে খাবে একদিন এই স্বর্গভূমি
কী, কিছু রেখে যেতে চাও!
মৃত্যুর পর, কতবছর বেচে থাকতে চাও?
নিজের স্পর্শ মানুষের বুকে রেখেছ কি?
বাড়িয়ে দাও মানবিক হাত
থামিয়ে দাও দুশ্চিন্তাগ্রস্ত রাত
গড়ে তুলো পৃথিবীতে নতুন স্বর্গ
কষ্টগুলো দূর হোক
তৈরি হোক সুবিধা বঞ্চিত মানুষের দূর্গ।
এসো, সবার পাশে দাঁড়াই
মানবতার আকাশটা বিলাই
মানচিত্রের প্রতিটি ইঞ্চি হোক ঐশ্বর্যের
আমার দেশটা হোক ঐতিহ্যময়, গর্বের।
আলোকচ্ছটায় হতে চাও যদি অপরূপা
তা হলে আর দেরি নয়, বুকে জড়িয়ে নাও শতরূপা
মানবিক উন্নয়নের পথ দেখায় শতরূপা
অন্তরে সাহসের নোঙর ফেলে শতরূপা।