হারু মিয়ার কল্পরাজ্য হারামতির চরে
আমজনতা বুদ্ধিমত্তায় শান্তিতে বাস করে।
লোকের মুখে শুনেছিলাম চরটি বেজায় ধনি।
শোয়ার ঘরের খাটের তলায় জোটে তেলের খনি।
আকাশ পথে চলাচলের বন্দরগুলো ভরে
ছোট-বড় সোনার খনি আছে থরে থরে।
ঘরে ঘরে বিরাজ করে সোনার শত ছেলে।
সব ধরনের সুরক্ষা দেয় উপঢৌকন পেলে।
বিলাসবহুল দামি গাড়ি চলে পথে-ঘাটে।
ইচ্ছেমতো লাভ করা যায় নিত্যপণ্যের হাটে।
পক্ষান্তরে বাজারদরে অপারগ কেউ হলে
কম খরচে সেই প্রয়োজন মেটায় বুদ্ধি বলে।
পেঁয়াজের দাম বাড়ে যদি রাঁধে পেঁয়াজ ছাড়া।
কাঁচা পেঁপে মূলার সালাদ খেয়ে তুষ্ট তারা।
বেগুনের দাম বেড়ে যদি দ্বিগুণ হয়ে যায়,
মিষ্টি কুমড়ায় বেসন দিয়ে তেলে ভেজে খায়।
হঠাৎ যদি বাড়ে কভু ভোজ্যতেলের দাম।
পানি দিয়ে রান্না করে পূরায় মনস্কাম।
জ্বালানি তেল জ্বালায় যদি দামের কষাঘাতে,
কলকারখানা স্বল্প চালায়। খরচ বাঁচে তাতে।
এমন মজার শান্তির চরের নাগাল পেতে চাও?
ব্যস্ততা সব ঝেড়ে ফেলে কল্পলোকে যাও॥