কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল কে বিদায়-বরণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা পরিষদ ও মনোহরগঞ্জ অফিসার্স ক্লাব, সহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাষ্টার সোলাইমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, একাডেমিক সুপার ভাইজার নুরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, দারিদ্র্য বিমোচন অফিসার আবু বকর মিয়াজী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর মনোহরগঞ্জ জোনাল অফিসের (ডিজিএম) কামাল পাশা প্লাবন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মজুমদার, দপ্তর সম্পাদক শহিদ উল্লাহ, যুব ও ক্রীড়া সম্পাদক আবুল বাশার বাঙ্গালী, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, চেয়ারম্যান আলমগীর হোসেন, কামাল হোসেন, আশিকুর রহমান হিরণ, আবদুল মজিদ খান রাজু, আবদুল মান্নান চৌধুরী, আব্দুল হান্নান হিরো, মনোহরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন প্রমুখ।। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইও অফিসের উপ সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ।