পাহাড় পর্বত সাগর নদী
ঐ যে মরু ভূমি
সৃষ্ট করেছ ওগো মাওলা
সব কিছু তুমি।
ভূ-গর্ভে সোনা হিরা মনি মুক্তা
আরো তেলের খনি
মানুষের কল্যাণে তোমার দান
তুমি অন্তর জামি।
আকাশে চাঁদ তারা নিয়া
রাতে বসাও মেলা
দিনের বেলায় সূর্য্য মেঘের
বসাও তুমি খেলা।
ক্ষণেক রোদ ক্ষণেক বৃষ্টি
তোমার ইশারায় ঝরে
জলোচ্ছ্বাস আর ঘূর্ণীঝড়ে তোমার
খেলার পুতুল মরে।
সপ্তম আকাশে বসে তুমি
ভূমে বসাও মেলা
সেই মেলাতে মানুষ নিয়া
খেল পুতুল খেলা।
বিশ্বজুড়ে আকাশ তোমার
কোথাও নেই খুটি
সপ্তরঙ দিয়ে রাঙ্গিয়ে তাতে
করেছ পরি পাটি।
সঠিক পথে চলার জন্য
দিয়েছ জীবন বিধান
এক নামে সবাই চিনে
পবিত্র আল কোরআন।
বাঁচার জন্য বাতাস দিয়েছ
সাথে দিয়েছ অক্সিজেন
তোমার সৃষ্টির বর্ণনা করতে
আমি হারাই জ্ঞান।