স্মৃতি মানে ইতিহাস
যাহা ঘটে গেছে ইতিপূর্বে
স্বপ্ন দেখে তাই মানুষ আজ
কিছুক্ষণ পর বা আগামীতে কি করবে ?
স্বপ্নটাও আসে কিন্তু
স্মৃতি বা ইতিহাস হতে।
যদি স্মৃতি বা ইতিহাস ভালো হয়
তবে স্বপ্ন দেখে আরো ভালো করার
আর স্মৃতি বা ইতিহাস যদি খারাপ হয়
তবে স্বপ্ন দেখে আর খারাপ না করার
করতে হবে অবশ্যই ভালো
নয়তো আমি হয়ে যাবো শেষ।
তাই স্মৃতি বা ইতিহাস এবং স্বপ্ন
বেঁচে থাকার তাগিদে দুটোই দরকার
দেয়া যাবেনা বাদ কোনো একটিকে।
স্মৃতি ভুলে তাই হবেনা কখনও
শুধু স্বপ্ন নিয়ে পথ চলা
বাঁচতে হলে তাই দরকার মোদের
স্মৃতিকে সামনে রেখে স্বপ্ন দেখা
তবেই পেতে পারি স্বপ্ন দেখার কিছু সার্থকতা
যেখানে কাজ করবে ফেলে আসা স্মৃতি বা ইতিহাস।
সুতরাং ভাবো মানুষ স্বপ্ন দেখার আগে
কি করেছো তুমি ফেলে আসা জীবনে
আর করবে কি আগামী দিনে যদি পাও সময়
কারণ স্বপ্ন দেখার সাথে জড়িয়ে থাকে স্মৃতি বা ইতিহাস।।