পুলকিত শিহরীত স্পন্দিত
নিগুঢ় মায়ায়,
কোমল হৃদয়ে বিষন্ন আবছায়ায়,
এক আকাশ মায়াবী আকর্ষণে ;
নিমীলিত দু’নয়ন পাতে গোলাপের সৌরভ ম্রিয়মাণ।
অনুভবের অপাংক্তেয় পাতায়
উড়ন্ত প্রজাপ্রতির মেলবন্ধন।
বিমূর্ত রাত্রির মৌনতার চাদরে,
সঙ্গুপ্ত মোহের আদুরে পরশে,
ধুক ধুক করে তনুমন;
অজস্র অনুভবের প্রগাঢ় চুম্বন।
ঘুমের দেশে চাঁদের সাথে
ভালোবাসা বিশ্বাসের
বিস্তীর্ন আঙিনা জুড়ে,
নিঃর্শত, নিঃশ্চুপ নীল খামের চিঠিতে
ফিরে পেলাম এক আকাশ মায়াবী পূণ্যের পরশ—
“” একটি ফুটন্ত লাল গোলাপ””।