তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারিনি
আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে চুল জড়িয়ে দিব্যি বেড়াচ্ছো ঘুরে,
একটা বুনো বেপরোয়া পাগলা ঘোড়া খুরের আঘাতে ক্ষতবিক্ষত করে চলেছে আমায়, আর আমার আর্তনাদের স্বর ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়,
যেমন পথভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে। আমার যাতনাময় কষ্টগুলো আমারই থাক, বৃষ্টিগুলো আমার চোখ দিয়েই ঝরুক, ঝর্ণার জলগুলো শুধু আমার হৃদয় দিয়েই বের হোক,
সকল জল একসাথে মিলে ঢেউ উঠলে সে ঢেউ
আমার মনেই উঠুক, আর সেই ঢেউয়ে ভেসে গেলে আমি একাই ভেসে যাই। এ কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ?
চোখ দিয়ে ঝরা জলের মূল্য যে কত তা হয়তোবা
কোনদিন কল্পনাও করতে পারবেনা, তাই আমিও
চাইনা এ নিয়ে ভেবে কারো মাথার উপর আবার
পুরো আকাশটা ভেঙ্গে পড়ুক,
মেঘে ঢেকে চোখ দুটি অন্ধ হোক। সুখের নরম ছোঁয়ায় তোমার হৃদয়ে আবেগের ঝর্ণা বহুক, মুখে চাঁদের হাসিতে চারিদিকে আলোকিত হোক আমি সব সময় তোমার হৃদয়ে আনন্দের বন্যা দেখতে চাই,
যা ছড়িয়ে তোমার পুরো শরীরে ভালবাসার ছোঁয়া লাগুক। পাখিদের গানে গানে মনটা আনন্দে ভরে
উঠুক, হাসনাহেনার গন্ধে তোমার চারিপাশ সুভাসিত
হোক জ্যোৎস্না রাতের আলোতে চোখ দু’টি আনন্দের শেষ সীমানা ছাড়িয়ে পুলকিত হোক।
আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে, সব অশ্লীল চিৎকার সব বর্বর বচসা স্তব্দ করে ফিরে এসো তুমি, ফিরে এসো স্বপ্নের মতো হৃদয়ের চিলেকোঠায় মিশে যাও স্পন্দনে।