অমাবস্যার পূর্ণ তিথিতে,
বিমল অনুভূতির চাপা দীর্ঘশ্বাস জড়ানো
অজস্র ব্যথার হাহাকারে আহত এ প্রাণ।
তবু রাতের মাধবীলতা দুলছে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটায়,
সানাইয়ের সুর ভেসে আসে বাতাসের কানে,
রাতের পাখিরা প্রফুল্ল প্রমত্ত,প্রশান্তির ঘুম যেন প্রলম্বিত।
বাঁশরী বাজে নব নব উদ্যানে,
প্রবল বাতাসে আন্দোলিত যুথিকা মালতি,
বাড়ন্ত শেফালির ডালে ডাহুকের ডাক,
বাতায়ন পাশে বিঘ্নিত আলোর প্রতিবন্ধকতা,
যেন বিষন্নতার কাল আবছায়ায় ঢেকে আছে নির্ঘুম রাত।শন শনে বাতাস,ঘুম নেই চোখে বিগত স্মৃতির
টুকরো টুকরো অস্থিরতায় বিগতযৌবনা।
ম্লান হয়ে যাওয়া রাতের আঁধার ভোরের
সোনালী আলোয় ছুঁই ছুঁই করে,
বিবাগী তনুমন বিমর্ষ, তবু ছুঁয়ে দিতে চায়
একটু শিশিরের ফোঁটা বিভাকরের আলোয়।