রাত্রিবেলায় বেজায় চেঁচায়– ঘেউ,ঘেউ,ঘেউ
ভয় যে ভীষণ কুকুরটাকে,যায়না কাছে কেউ।
লাভ হয়েছে হাজিবাড়ির,হয় নাকো আর চুরি
ফেল মেরেছে চোর-বাবাজির সকল কারিকুরি।
চোরের-ধামা শেয়াল-মামা দাঁত কেলিয়ে হাসে
ইক্ষুরস ও মুলার রেচন —ঢেকুরে ঘ্রাণ ভাসে।
যেমনি শেয়াল বাতকর্মে মাতিয়ে দিলো পাড়া
গন্ধে মাতাল ব্যস্তবাগীশ কুকুরের গা ঝাড়া।
ঘেউ-ঘেউ রব বন্ধ হলো গন্ধ শুঁকে নাকে
কে খেয়েছে এমন খাবার বেহুঁশ খুঁজে তাকে।
চোর-বাবাজির পোয়াবারো হাজিবাড়ি ফাঁকা
নুড়ি-পাটা,বদনা কাঁসার যায়না কিছুই রাখা।
শেয়াল দিলো মন্ত্রবাণী কুকুরকে বশ করা
নিগূঢ় তত্ত্বে বাঁচবে এ’দেশ চোর পড়বে ধরা।
————————–
৩০-০৯-২০২২ ইং
‘নন্দিতা’
শাকপালা
বগুড়া।