চেনা পথ ধরে হেটে যাই আজও
শুধু নিজেকে একটু আড়াল করে কারণ- যদি একেবারেই নিঃশেষ হয়ে যাই।
নিজেকে ভুলে গেছি, সব পিছুটান ভুলে যাওয়ার জন্য
চলছি শহুরে জীবনের, মিথ্যে ছন্দ মিলিয়ে এইতো বেশ আছি।
বিমূর্ত তোমার স্মৃতি, শুধু আমারই থাক।
মাঝে মাঝে বড়ো, একাকিত্ব গ্রাস করে ফেলে
জানি কেউ আর বলবেনা সেই তুমি!
রাতের আঁধারে ফাঁকা রাজপথে, ডাকবেনা আমায় নিয়ন বাতির আলোয় হুডতোলা রিকশায়
অচেনা পথিক, ভেবে হয়তো পাগল বলবে আমায় !
দূরে ছিলাম, আজো দূরেই আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি আজ।
আমি আজ নিয়ম করে ইচ্ছে করেই হারিয়ে যেতে চাই চিরতরে
থমকে আছি অর্থহীন, এই বাঁচতে চাওয়ায়।
বুকের সিম্ফোনিতে আজো তোমার পায়ের আওয়াজ শুনতে পাই,
তাই, তোমার শহরে চেনা পথ ধরে আমার নিত্যই হেঁটে যাওয়া।
শুধু তুমি বুঝেও না বুঝে দিব্যি আছো তাইনা?
অভিমান তো আমার ও হয়
যখন সেই তুমি বুনো ফুলের গন্ধে মাতাল হও, আমি তখন কাঠগোলাপ তোমার হৃদ অলিন্দে।
বেশতো রেখেছো সেখানে, তবে কেনো ফিরে আসার অনুরণনে ব্যকুল হও, থাকনা দায়টুকু দুজনার!