বিস্মিত হতবাক অনু কম্পিত চোখের চাহনিতে
বিক্ষিপ্ত ভাবনার প্রতিবিম্ব ফুটে ওঠেছে।
হতাশা আর উৎকণ্ঠিত মনের এক অভূতপূর্ব অনুভূতি যেন অশ্রু হয়ে ঝরছে অহর্নিশ।
হৃদয় দলিত-মথিত আজ,
অমাবস্যার ঘোর অমানিশায় যেন ঐ নীলাভ চোখকে আচ্ছন্ন করে রেখেছে।
শ্রাবণমেঘের কালিমা ছেয়ে গেছে অন্তর,
বোবা কান্নায় নীরবে-নিভৃতে ম্লান হয়ে আছে।
কতটা কষ্টের নীলাঞ্জনা সমগ্র অস্তিত্ব জুড়ে
কেবল আমি বুঝি প্রিয়!
তোমার এমন হরিণ চোখে আজ যেন নিঃশব্দে ক্রন্দন
বিদগ্ধ মনের অবাঞ্চিত শ্রাবণ ধারা;
তবে কি এ ভালোবাসার হবে না অভিসার?
সকলরুদ্ধ দুয়ার ভেঙে জলছল ঝরনার স্নানে
এসো পুলকিত শিহরণে অনিন্দ্য আবেশে
চোখে চোখে কথা কই।
হারানো ব্যথাকে পুঞ্জিভূত করোনা,
নিঃসঙ্গতা ভেঙে অব্যক্ত স্বপ্নের দোলাচলে
চলো হারিয়ে যাই।
আমাদের নিঃশ্বাস বিশ্বাস অটুট রেখে,
এ মলিন চোখের অজস্র কান্নার নোনা জল মুছে দিয়ে
হাতে হাত রেখে চলো যাই অনন্তহীন অনন্ত যাত্রায়,
যেখানে থাকব শুধু তুমি আমি।
জরাজীর্ণ ব্যথিত মনের অবসান ঘটাবো ভেঙে দেবো অবগুন্ঠিত ভালোবাসার অবাঞ্ছিত রুদ্ধ দুয়ার।