একদিন বড় হবো অনেক বড় স্বপ্ন ছিল
না স্বপ্নের সাথে বাস্তবিকতা মেলাতে পারিনি
তাই এখন আর স্বপ্ন দেখি না।
ছোট্ট জীবনে অনেক কিছু দেখেছি
পেয়েছি পেয়ে হারিয়েছি আবার পেয়েছি।
কখনো ভুল করেছি ভুলে পড়েছি আবার ভুল করেছি।
চলতে থাকে এভাবেই জীবন নামক নৌকা খানি।
সময় বিভিন্ন ধাপে ধাপে প্রবাহিত হয়েছে
আজ অনেকটা সময় পার হয়ে এসেছি।
জীবন চলছে চলবে চলতে চলতে একবার থেমে যাবে।
এক জীবনে কেউ কখনো পূর্ণতা পায় না।
রোজ সকালে সূর্য উঠে ডুবে যাওয়ার জন্য
নিজের প্রয়োজনে অথবা অন্যের প্রয়োজনে।
কোথায় আসলাম কেন আসলাম আবার কোথায় চলে যাবো?
ভাবি গভীর রাতে একা আমার ভাবতে খুব ভালো লাগে
জানালার পাশে বসে দেখি ওই যে হাজারো তাঁরা।
ভূগোলে পড়েছিলাম সূর্য ও তার নয়টি গ্রহ
চৌচল্লিশটি উপগ্রহ হাজার হাজার গ্রহাণুপুঞ্জ
লক্ষ লক্ষ ধুমকেতু নিয়ে যে জগৎ গঠিত
তাকে নাকি বলে সৌরজগত।
তাহলে ভাবুন সৌরজগতের বাহিরে
যে জগৎ আছে সেটি নিয়ে।