আকাশেতে গুরুম গুরুম আজকে ডাকে দেয়া,
বৃষ্টি আসবে ভিজবে পদ্ম,কলাবতী,কেয়া।
বৃষ্টি জলে ভিজে যাবে বাবুই পাখির ডানা,
আনন্দেতে ভিজে স্নান পাতিহাঁসের ছানা।
নাচবে ময়ূর পেখম মেলে বৃষ্টি জলে ভিজে,
মায়াবী এই দৃশ্য দেখতে লাগবে ভালো কী যে!
বৃষ্টি ভেজা হাসনাহেনা, কাঁঠালচাঁপার ঘ্রাণ,
পারফিউমের চেয়ে ভালো সুবাসিত প্রাণ।
বৃষ্টি ভিজে হারিয়ে যাব মেঘ বালিকার বাড়ি,
তাকে নিয়ে মঙ্গল ও বুধ গ্রহ দেবো পাড়ি
আমার যে খুব ভালো লাগে বৃষ্টি ভেজা দিন,
বৃষ্টি দেখলে মনটা নাচে টিন টিনা টিন টিন।