এখন বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল!
উল্টাপাল্টা বললে তুলে ফেলবে ছাল।
জোর যার মুল্লুক তার হিসেব করে চলো
আপন পর দেখে শুনে কথা মেপে বলো।
গরম ভাতে বিড়াল বেজার খেতে না পারে
উচিত কথা বললে পরে সম্পর্কে চির ধরে।
বেশি কথা না বলে তুমি থাকো বসে ঘরে
ঘরের কথা পরে বলো জানে কেমন করে?
কলমের হলো মুখ কাটা কাউকে না চিনে
উচিত কথা বললে বলবে ধরছে বুঝি জীনে।
তাইতো থাকি সদায় নিচের দিকে চেয়ে
তবু লোক আসতে চায় আমার দিকে ধেয়ে।
এই বয়সে এতো চাপ ধৈর্য্য কি আর ধরে?
সাদা মনের মানুষগুলো বসে আছে ঘরে।
এভাবেতে যাচ্ছে সময় আসবে না ফিরে
সময় থাকতে বৈঠা ধরো যেতে হবে তীরে।