আমি জানি, তুমি আমাকেই নেবে
জীবনের উপমা নই
মৃত্যুর মতো রুঢ় নই
এই মূক, অব্যক্ত অহংকারে
আক্ষরিক দুঃখমালার সম্ভারে
নিতান্ত হেলায় আমাকে হৃদয় দেবে —
আমি জানি তুমি আমাকেই নেবে।
পথভ্রষ্ট পাখী সে যে জানে নাকো
নীড়ে ফেরা সহজ সাধ্য নয়
মেঘলা আকাশে আছে বহু বাধা ভয় ,
বৈরী বাতাস আর দিগন্তে নামে অন্ধকার —
তবুও স্বপ্নের মতো এসে চোখে তার
আলো দাও –দু’হাত বাড়িয়ে থাকো
আমি জানি তুমি আমাকেই ডাকো ।