1. admin@mannanpresstv.com : admin :
কবি –-সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // ক্ষমতা বালির বাধ - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

কবি –-সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // ক্ষমতা বালির বাধ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০৫ Time View
আজ হয়তো ক্ষমতা আছে
চিরদিন কিন্তু থাকবেনা ,
মৃত্যুর পরে ঘরের মাঝে
একমিনিটও রাখবেনা ।
ক্ষমতা হলো জোয়ারভাটা
আজকে আছে কালকে নাই ,
চিরসত্য এমন কথাটা
অনেক লোকেই ভুলে যাই ।
ক্ষমতার অপব্যবহার
কখনো করেনা ভালো লোকে ,
ধনী গরীব সবে সবার
সমান দৃষ্টি তাদের চোঁখে ।
ক্ষমতার এ সদ্ব্যবহার
গুণী লোকজন করে থাকে ,
অসাধু লোকে কলঙ্ক তার
অপমান করে যাকে তাকে ।
আজকে তুমি রাজার রাজা
কালকে ফকির হতে পারো ,
মিছে ক্ষমতার শক্ত মাজা
চিরজীবন থাকেনা কারো ।
আদর্শবান মানুষ হও
গায়ের জোর থাকেনা ভাই ,
একে-অন্যের খবর লও
করোনা কেউ মিছে বড়াই ।
আল্লাহ্‌র কাছে পাগলেও
হতে পাড়েন অনেক দামী ,
ভুলেও কভু করোনা কেউ
মিছে ক্ষমতার পাগলামি ।
ক্ষমতা আছে বলেই তুমি
ক্ষমতা দেখাতে পারবেনা ,
পরকালে অন্ধকার ভূমী
মহান আল্লাহ্‌ ছাড়বেনা ।
সকলকে মূল্যায়ন করা
গুণী জ্ঞানী লোকের স্বভাব ,
নির্বোধে এক্ষেত্রে খায় ধরা
তাদেরতো জ্ঞানের অভাব ।
ক্ষমতা টিকবেনা তোমার
যতো করো আমার আমার ,
সমস্ত ক্ষমতার ভাণ্ডার
একমাত্র আল্লাহ্‌তালার ।
ক্ষমতার মোহে অন্ধ হয়ে
ভুলে গেছো আসল খবর ,
সোনার শরীর যাবে ক্ষয়ে
শেষ আশ্রয় শ্মশান কবর ।
ক্ষমতার লোভে পড়ে তুমি
জীবন করেছো বরবাদ ,
ক্ষণস্থায়ী ক্ষমতার ভূমি
ক্ষমতা হলো বালির বাধ ।
রচনাকালঃ ১৪/০৯/২০১৪ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD