বাপ দাদার রওসূম রেয়াজ বনাম কুরআন হাদিস
কাজী নজরুল
*************************
মসজিদে কাল শিন্নি আসিবে-
অঢেল হালুয়া রুটি ,
ভুরিভোজ হবে,
মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি।
একটি কথাও কবেনা মোল্লা
কুরআন, হাদিস খুলে,
পীর-হুজুরের কিচ্ছা শোনাবে
দলিল চড়িয়ে শুলে।
একটি কথারও প্রমাণ চাইলে
মুরীদ আসিবে তেড়ে,
কাফির নাস্তিক ফেরাউন বলে
বিদায় করবে মেরে।
আরো বলিবেন প্রামানিক সাব-
তবে কি অধম ওরে,
বাপদাদা সব চৌদ্দ গুষ্টি ভুল করে গেছে মরে।
তোর চেয়ে কি বড় হুজুরের বিদ্যা বুদ্ধি কম?
ইহুদী নাসারার দালাল না হয়ে ইয়াযীদের হও যম