কবি –-গুলশান আরা রুবী এর কবিতা // “স্বদিচ্ছা”
……গুলশান আরা রুবী
ইচ্ছেগুলো আঁখি কোণে-
হৃদয়ের অভিপ্রায় বুনে
উনুনের ধোঁয়ায় আচ্ছন্ন
প্রত্যাশা তাই মেঘাচ্ছন্ন।
স্বদিচ্ছা কেন ভেঙে যায়-
যে ইচ্ছায় শত স্বপ্ন-আশা
এই ইচ্ছেয় সবুজের মেলা
এই ইচ্ছেকে করছ অবহেলা।
ভুল কি বলেছি মুক্ত ধারায়-
প্রকাশ করেছি নেই অসৎ অভিপ্রায়,
কিছু ইচ্ছে তো গড়বে ও মরবে
যে ক’টা জানাবো জানতে পাবে।
যদি পেয়ে যাই চাঁদ ইচ্ছা বলে-
তবুও সে তো শুধুই রবে কল্পনা।
অলিক ইচ্ছা কেউ করে না প্রকাশ
ধরিত্রী মাঝে কার ইচ্ছে উপহাস।
তুমি আর আমি প্রেমের পথে-
এক মনে ঘুড়ি ভাবনার রথে
ইচ্ছে গুলো পূর্ণতা লাভে
প্রকাশিলে জানতে পাবে ।
কতশত মত সৎ পথের উর্ধ্বে নহে-
কৃষ্ট পাবে কষ্ট সয়ে গুনিজন কয়
কষ্ট পেলে বলতে নেই আজই
স্বদিচ্ছা হৃদয়ের হবে হবেই জয়।