কবি –-গুলশান আরা রুবী এর কবিতা // জোয়ারে ভাসা জীবন
চলমান জীবনে দেখেছি কত যে জোয়ারে ভেসেছে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মেলা ,
সিন্দুর পারের জোয়ারের ভাঙ্গনের খেলা ।
নদীর জোয়ার ভাটায় ঢেউয়ের তালে ডুবেছে কত জেলের নৌকা মরেছে কত মানুষ
নদী ভাঙ্গনের খেলা কেড়ে নিয়েছে কত ঘর বাড়ি মরেছে কত পশু পাখি জমেছে কত লাশের স্তুপ সিন্দু পারের ঠিকানায়।
চারপাশে প্রকৃতির যেন সবুজ রংঙ্গের জমেছে মেলা
বসেছে কত মৌমাছি আর চাতক পাখির খেলা,
মানুষ মানুষের মাঝে বেঁধেছে হিংসা-প্রতিহিংসা ক্রন্দন
নাই আগের মত ভালোবাসার অটুট বন্ধন ।
এ ভুবনে ভিন্ন মানব জীবন
মানব-মানবের নাই সেই আগেকার দিনের মত মন ।
এই দুনিয়ায় বেঁচে থাকা মানেই হাজারো কষ্ট নিয়ে
চলার
এই চলার পথে হোঁচট খাওয়া তাদের জীবন কত কষ্ট করে হাহাকার ।
বুকে ব্যথা নিয়ে সন্তানের লাশ দাফন করা স্থল
দেখেছি স্বজনহারা বেদনার অশ্রু সিক্ত চোখের নোনা জল।
কত অসহায় জীবন তাদের অনাহারে কাঠায় দিবানিশি,
মাথার উপরে নাই ঘরের চাউনি নীড় হারা জীবন তাদের আছে শুধু দুর্দশা।
তাদের চোখের জলের পাশে দাঁড়াত যারা ভালোবাসা দিয়ে
তাদের ভালোবাসার বিশ্বাসের নেয় তারা নিঃশ্বাস।
কারো প্রেমময় প্রীতির মধুর সম্পর্ক তুষের অনলে জ্বলছে
আবার কারো জ্বলছে ভালোবাসর প্রদীপ,
কারো সুখের ঘরে বেঁধেছে দুঃখের বাসা
আবার কারো দুঃখের ঘরে সুখে আশা !
পৃথিবীর বুকে প্রতিদিন সূর্য আসে নতুন প্রভার আলোর দ্বীপ্ত নিয়ে
পৃথিবীর বুকে প্রতিরাত আসে চাঁদের আলো জোছনা বিলাতে সবার তরে।
রাতে প্রদীপ জ্বেলে দেখেছি পৃথিবীর বুকে ঘটে যাওয়া কত ইতিহাস
নিপীড়িত মানব জীবন বিরহের যন্ত্রণা কাদছে তাদের বুক ,
স্বার্থের কারণে তিলেতিলে ছিড়ে খাচ্ছে জীবন আঘাতে আঘাতে কেড়ে নিচ্ছে সুখ।
রাতের আঁধারে জালিমের অত্যাচারে নষ্ট হচ্ছে কত স্বপ্নের বাসর
তাদের বুকের সুখ পাখিটা উড়ে যায় নীল পূর্ণিমায় ।
কি নিষ্ঠুর নির্মম প্রয়াস অত্যাচার সয়ে মুক্ত হয়ে উড়ে যায় নীল নীলিমায়
নতুন রঙে রাঙিয়ে দিয়ে এ ভুবন
নিজেকে দিয়ে জলাঞ্জলি করে আলিঙ্গন
কি নিষ্টুর এ মানব জীবন।