1. admin@mannanpresstv.com : admin :
কবি –-মাসুদুল ইসলাম এর কবিতা // অপূর্ণে পূর্ণতা - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

কবি –-মাসুদুল ইসলাম এর কবিতা // অপূর্ণে পূর্ণতা

মাসুদুল ইসলাম:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯৩ Time View

কবি –-মাসুদুল ইসলাম এর কবিতা // অপূর্ণে পূর্ণতা

ফোঁটাতে চাই গোলাপ বাগান!
হয়ে যায় আগাছা ভরা মানব জমিন!
আকাশের নীলে ডানা মেলা পাখিরা তাজবিহ জপে! ভালো লাগে!
আমি করতে গেলে কর্মসূচিগুলো বাধায় ঝামেলা
অগোছালো লাগে!
মস্তিষ্কের জনবলে টান পড়ে; কোনটাই হয়ে ওঠে না বিশুদ্ধভাবে! জমে যায় পাহাড়ের স্তুপ!
ভাইরাসের আক্রমনে হৃদয়ের হার্ডডিক্সে শ্লথ গতি।
খেয়া তরীর সময় ক্ষেপনে কত আর করা যায় পদ্মাসেতু! ধরাবাধা মানুষের জীবন! আছে রোগ, শোক শক্ত গতর ক্ষরণের মেনে নেয়া জীবন!
এতো বাধা-বিপত্তির পরেও চলে যায় দূরপাল্লার গাড়ি, ছেড়ে যায় লোকাল ট্রেন, জীবনের প্রয়োজনে, বাসযোগ্য চলমান পৃথিবীর টানে!
মনে হয় পৃ্থিবী আমাকে ভালোবাসে না! আমার ঘানিতে ঝরা তেলের মন্থরতা।
পারি না মানুষ হয়ে মানুষের গতরে তৈলের মর্দন।
হৃদয়ের কাঙ্ক্ষিত স্বপ্নেরা থাকে ধরা-ছোঁয়ার বাইরে।
যেখানেই যাই দেখি চৈত্রের দাবদাহ, আষাঢ়ের শুন্যতা।
চাকচিক্য জীবন যাদের; নিমিষেই পরিকল্পিত পরিকল্পনার সফল বাস্তবায়ন! চলনে-বলনে কড়া পারফিউমের সুঘ্রাণ!
রেললাইনের বস্তি ঘেষে হাটে যে বেকার যুবক স্বপ্ন বোনে হৃদয়ের কুরুচ-কাঁটায়।
স্বপ্নগুলো ভেঙ্গে পড়ে রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবাজ ইটের ভাটায়!
অধরা স্বপ্নের ডানা মেলাতে অনেকেই যায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডায়!
আমার ওসবের প্রয়োজন নেই, আমি থাকতে চাই আমার আলো-বাতাসের স্বপ্ন ছোঁয়ায়!
শুধু আমার বেলায় জোটবে কেন অপূর্ণতার অপূরণ?
বেচে আছি শুধু বিধাতার স্তুতি গেয়ে, শোকরানার তজবি জপে!
অপূর্ণতার মাঝে পূর্ণতা নিয়ে না পাওয়া গোলাপের মুখস্ত ঘ্রাণ নিয়ে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD