1. admin@mannanpresstv.com : admin :
কবি –-সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // মে দিবসের শিক্ষা - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

কবি –-সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // মে দিবসের শিক্ষা

সৈয়দ ইসমাইল হোসেন জনি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০১ Time View

কবি –-সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // মে দিবসের শিক্ষা

আঠারো শতো ছিয়াশি সালে
আমেরিকা শিকাগো শহরে ,
হে মার্কেটে দাবী চলাকালে
সেথা অনেক শ্রমিক মরে ।
আট ঘণ্টা কর্মদিবসের
ছিলো সবার প্রাণের দাবী ,
ঘটলো সেদিন বিরহের
মর্মান্তিক হত্যা দুনিয়াবি ।
রাষ্ট্রীয় দমন ব্যবস্থায়
নির্যাতন চলে বারে বারে ,
বহু শ্রমিক প্রাণ হারায়
ভীষণ নির্মম অত্যাচারে ।
সে আন্দোলন ছড়িয়ে পড়ে
কাউকে রাখা গেলনা চেপে ,
সমগ্র বিশ্বের সর্বস্তরে
শ্রমিকগণে উঠলো ক্ষেপে ।
ভয় পেলো সেই শোষকেরা
মেনে নিলো শ্রমিকের দাবী ,
ত্যাগ তিতিক্ষায় শ্রমিকেরা
ছিনিয়ে আনে সুখের চাবি ।
জগতব্যাপী হলেন সেরা
বুকের গরম রক্ত ঢেলে ,
আমার প্রিয় ভাইবোনেরা
ন্যায়ের মশাল গেলো জ্বেলে ।
মুনাফাখোর মহাজনেরা
হও সকলে বিবেকবান ,
তা নাহলে কিন্তু শ্রমিকেরা
ছিঁড়ে দেবে তোমাদের কান ।
ন্যায্য পারিশ্রমিক দিলেই
সমাজে আসবে শান্তি সুখ ,
আপন ভেবে বুকে নিলেই
থাকবেনা আর কোনো দুঃখ ।
ঘাম শুকানোর আগে দেবে
শ্রমিকদের কাজের দাম ,
বিপদেআপদে খোজ নেবে
তবেই হবে সফলকাম ।
কাজের বদলে মূল্য দাও
মাগনা মূল্য নেয়না কেউ ,
কোনো শ্রমিক খায়না ফাও
বুঝতে হবে ব্যথার ঢেউ ।
বৈষম্য হউক অবসান
মানবতার ঘটুক জয় ,
ঘুচে যাক সব ব্যবধান
জয় করো মানব হৃদয় ।
হতে চাইনা নিষ্ঠুর ধনী
পুড়াও আশা মহান বিধি ,
নিরন্তর এস. আই. জনি
সব শ্রমিকের প্রতিনিধি ।
শ্রমিক আমার প্রাণপ্রিয়
শ্রমিকের রক্ত দেহে বয় ,
শ্রমিকদের সম্মান দিও
শ্রমিক কখনো জিম্মি নয় ।
বিশ্ব শ্রমিক জাগ্রত হও
আকুতি জানাই মন দিয়ে ,
ন্যায্য অধিকার বুঝে লও
মে দিবসের এ শিক্ষা নিয়ে ।
রচনাকাল : ০১/০৫/২০১৮ ইং মঙ্গলবার ।

Please Share This Post in Your Social Media

One thought on "কবি –-সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // মে দিবসের শিক্ষা"

  1. চমৎকার লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD