কবি –-সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // কিসের গৌরব
সৈয়দ ইসমাইল হোসেন জনি
-
Update Time :
শুক্রবার, ৫ মে, ২০২৩
-
৭৩
Time View
কবি –-সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // কিসের গৌরব
সামান্য নাপাক পানি হতে
আল্লাহ্র কুদরতে ,
বিধাতার অশেষ দয়ায়
আসলাম এ জগতে ,
মায়ের অন্ধকার জঠরে
ছিলাম আমরা সবে ,
সৃষ্টি কর্তার ক্ষমতাবলে
পাঠালেন এই ভবে ।
গৌরব করার কিছু নাই
সুন্দর এ ধরাধামে ,
হিংসা গর্ব ভুলে আমরা
মত্ত রবো সত্য কামে ।
মৃত্যুর পরে কাজে লাগবে
করবো ভবে নেকী যা ,
নিজেকে নিয়ে গর্ব করার
কোনো কারণ দেখিনা ।
বিলাসবহুল গাড়ি-বাড়ি
কোনো কাজে আসবেনা ,
মন্দ পথে চললে কখনো
আল্লা ভালোবাসবেনা ।
টাকাপয়সা ধন-দৌলত
হাজারো বিত্ত-বৈভব ,
পরে রবে সব এ ধরাতে
কি হবে করে গৌরব ।
ভবের মায়ায় মত্ত হয়ে
পরকাল ভুলে গিয়ে ,
শয়তানের ধোকায় পরে
পড়ে আছি মন্দ নিয়ে ।
আল্লাহ্ পাকের দয়া ভুলে
যদি যাই মন্দ পথে ,
ভয়ানক শাস্তি পাবো সবে
বিধাতার পক্ষ হতে ।
এস.আই.জনি. দিবারাত্রি
কেঁদে কেঁদে দিশেহারা ,
পরকালে হাসর, মীযানে
কি উপায়ে পাবে ছাড়া ?
ফুলের ন্যায় আপন মনে
ছড়াতে হবে সৌরভ ,
মিছে এই দুনিয়ার মাঝে
কিসের এতো গৌরব ?
Please Share This Post in Your Social Media
More News Of This Category