ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জে মো: মুরাদ হোসেন (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৪ মে বৃহস্পতিবার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুরাদ পার্শ্ববর্তী মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ‘খররা’ এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্র ও ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের মোঃ দারুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মুরাদ ঐ মাদ্রাসার আবাসিক শাখার ছাত্র। গত ৩ মে বুধবার আসরের নামাজ আদায় করে নিরুদ্ধেশ হয় সে। মাদ্রাসার লোকজন তার বাড়িতে খবর দিয়ে সকলেই বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার সন্ধান পায়নি। এ অবস্থায় এলাকার লোকজন ভুট্টা ক্ষেতে কাজ করার সময় ৪ মে বৃহস্পতিবার সকালে তার মরদেহ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আলামত সংগ্রহ করে। মাদ্রাসার পাশের একটি বাঁশঝাড়ে রক্তাক্ত অবস্থায় তার পড়নের কাপড়-চোপর পরে ছিল। ধারনা করা হচ্ছে সেখানেই তাকে হত্যা করে পাশের ভুট্টাক্ষেতে ফেলে দেওয়া হয়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তদন্ত চলছে, ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।