আসল মানুষ কর্মে হবে
সবার হৃদয় বেঁচে রবে
উজ্জ্বল হবে মুখ ,
মানব জীবন হবে ধন্য
মহান মানুষ হবে গণ্য
থাকবে নাকো দুখ ।
সুখের প্রদীপ জ্বেলে দিয়ে
মানব প্রেমের সুধা নিয়ে
করবে ধরায় কাজ
সকল বাঁধায় হাসি মুখে
বাঁধার প্রাচীর দিবে রুখে
পড়বে মাথায় তাজ ।
দুখের পাহাড় ভেঙেচুড়ে
থাকবে সবার মনে জুড়ে
কাটবে মনের দুখ ,
ভুলবে সকল কষ্টগুলো
ঘুচবে মনের যতো ধুলো
মিলবে চরম সুখ ।
নিজের দুখকে ভুলে গিয়ে
অপর মানুষ বুকে নিয়ে
সবার খবর লও ,
বিবেক খাটাও সর্ব কাজে
খারাপ মানুষ আজে বাজে
আসল মানুষ হও
নিরন্তর শুভকামনা জানাই