সংবাদদাতাঃ
১০ মে (বুধবার) বিকালে লালমাই থানার উপ-পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ ( কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক) থেকে ৫ কেজি গাঁজাসহ দুজন নারীকে আটক করেন।
আটককৃতরা হলেন, রুবিনা বেগম (৩৬) পিতা হাবিব, মাতা বানেরা বেগম সাং নন্দনগাছি হাবিবপুর থানা চারঘাট জেলা রাজশাহী ও জুলী বেগম (২৪) পিতা আঃ জলিল মাতা হাজেরা বেগম সাং দরগারপার থানা পাঁচ বিবি জেলা জয়পুর হাট।
এঘটনায় উপ-পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে লালমাই থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন।