ওরা কুলাঙ্গার ওরা পাষণ্ড
ওরা নির্লজ্জ চড়ম ভণ্ড,
ওরা নির্বোধ ওরা সীমার
ওরা মানুষরূপী জানোয়ার।
বড় হয়েছে যাদের পরিশ্রমে
ওরা তাদের পাঠায় বৃদ্ধাশ্রমে,
ওরা লক্ষ্মীছাড়া কপাল পোড়া
দেশ ও জাতির কলঙ্ক ওরা।
সীমাহীন যন্ত্রণা সহ্য করে
বছরের পর বছর ধরে,
পরম মমতায় পিতামাতায়
বড় করলো সুখের আশায়।
সেই পিতামাতাকে স্ত্রীর কারণে
কিছুকিছু কুলাঙ্গার গনে,
পিতামাতাকে দেয় বৃদ্ধাশ্রমে।
শয়তানী তার মনের ভ্রমে
যতো বড়ই হও অফিসার
ত্যাগ করো সব অহংকার,
যত্নআত্তি করো পিতামাতার
হুকুম মানো আল্লাহ্তালার।
পিতামাতাকে রাখবে ঘরে
আমৃত্যু সারাজীবন ভরে,
সোচ্চার হও বনী আদম
ভেঙ্গে ফেলো সব বৃদ্ধাশ্রম।
রুপ-যৌবন আর থাকবে কতো
তুমিও হবে পিতামাতার মতো,
পিতামাতার ভুল হলেও সন্তান
তোমরা তাদের করোনা অপমান।
আল্লাহ্র পরে পিতামাতার স্থান
অকাতরে করো শ্রদ্ধা সম্মান,
পিতামাতাকে সবে নিয়ে বুকে
মিলেমিশে থাকো সুখেদুঃখে,
দিওনা তাদেরকে দুরে ঠেলে
পিতামাতার সেবায় পূণ্য মেলে।
আল্লাহ্র নৈকাট্য করতে অর্জন
সময় থাকতে সবে হও সচেতন,
দ্বীপ্ত শপথ করো আজ সবাই
এ বৃদ্ধাশ্রমের অবসান চাই।