কবি –রাজু আহমেদ এর কবিতা // সময়গুলো কৈফিয়ত চায়
সময় কখনো নষ্ট হয় না, দিনদিন মেঘের
ঘনঘটায় আরও হৃষ্টপুষ্ট হয়, নিজের
কাছে বারংবার ফিরে আসে অবহেলা,
চোখের বিপরীতে দাঁড়ায় অশ্রুকণা,তবুও
আগলে রাখি প্রেম পোড়ামাটি বুকে,
নিজের কাছে ঘুরেফিরে আসে কামনা,
সামলে রাখি শেকড়বাকড়ের মায়ায়,
প্রতিবাদী হয়ে উঠে মন, নীরবে বয়ে
চলে ধলেশ্বরীর ঐ পাগলা স্রোত,
বুকের মধ্যে নীরবে পোষতে থাকি কিছু
বৃষ্টিস্নাত হাসনাহেনা, বেলীর সুগন্ধিও
বিভোর করে তোলে মাঝেমধ্যে…
শূন্য বারান্দায় দুঃখেরা লুটোপুটি খেলে
যায়–মেঘবৃষ্টির লুকোচুরিতে,
শিরায় শিরায লাগে টান–উড়ে প্রেম,
সঞ্চিত হতে থাকে ভালোলাগা গুলো,
হাত ছেড়ে দিলেই–দীর্ঘ থেকে আরও
দীর্ঘতর হয় বিরহ,
সুখপাখিটা কবে কোনকালে দরজায়
কড়া নেড়েছিল ঠিক মনে নেই,
নিয়মিত শ্বাসকষ্ট ও দীর্ঘশ্বাসের উঠানামায়
ক্ষয়ে যায় আয়ু…
রাতগুলো নির্ঘুম হয় সময়ের অত্যাচারে,
বারংবার ভুল দরজায় কড়া নেড়ে যাই,
একবার যে হাত ছেড়ে যায়–সে-ই হাত
অভিমান আর অবিশ্বাসের খড়গে কাটা
পড়ে যায়,
দলবদ্ধ হয় ক্ষোভেরা,দানা বাঁধে বিরহ,
কোনভাবেই আর অভিমানের দেয়ালটা
টপকানো যায় না,
আয়নার সামনে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাই,
স্পর্শের বাইরেও মশা-মাছিদের ওড়াউড়ি,
লালনীল রেশমী চুড়ি আর রঙিন ফিতার
স্বপ্নগুলো ক্রমেই ক্ষয়ে যায় …
একটু একটু করে প্রতিদিনই লুট হয়ে যাচ্ছে
বুকে পোষে রাখা সে-ই ভালোবাসা।
বৃহস্পতিবার, সকাল ৮টা,
১৮/০৫/২০২৩ইং।