1. admin@mannanpresstv.com : admin :
কবি –মোঃ আনোয়ার হোসেন ফকির এর কবিতা // তবুও মনে অয় - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

কবি –মোঃ আনোয়ার হোসেন ফকির এর কবিতা // তবুও মনে অয়

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২১২ Time View

কবি –মোঃ আনোয়ার হোসেন ফকির এর কবিতা // তবুও মনে অয়

হ কইবার চাইছিলাম তোমারে প্রিঁসলীফুল ! হোদাই হোদাই তোমারে
ভালোবাসার কথা কওয়ার নিগা বিয়া করার নিগা
এতগুনা দিন বইয়া রইলাম।
আমারে ফেলাইয়া তুমি যে অন্যেরে ভালোবাস কল
দেও তহন-
তোমার কইলজাডা কান্দে না, আমার কথা মনে অয়
না?
আমার অবশ্য দুঃখ টুক্ক অয় না এহন, শরীর মন সইয়ে
গেছে।
কেউ নাই, এলকা এলকা ঘুরি আর মনরে বুঝাই, উনি
আমারে ভালোবাসলে তো এত কিছু কওয়েনের পর
একবার অইলেও ম্যাসেজ দিতো।ওই দিন রাফসান
রুমি ভাইরেও
কইলাম হুদাই হুদাই বেশরমের নেহাল তারে ম্যাসেজ দিলাম, শরম ছাড়ার নেহাল,
আসলে কি, চেহেরা টেহেরা কিছু না , সব টেহার নিগা
কান্দে।
কাজী সাহেব তার ছোট গল্প শিউলি মালায় লিখছিলো
ব্যালজ্যাক জুলা পড়েছো।
প্রেম টেম কিছু না মা হওয়ার উচ্চাকাঙ্খা । বা টগর
সাহেব লিখছিলো।
বাঙালী রমনিরা মনে করে শরির ভর্তি অলংকার
অয়লেই তারা নারি।
আমার মনডা আজকাল আন্নের নিগা কষ্টে নিল অয়
বিবর্ন অয়।
সন্ধ্যা সুম জল বাড়ি লেক, বড় বিলা যাই প্রকৃতি আর
ওপারে সবুজ দেহার নিগা।
তোমারে ভুলে থাকার নিগা সাগরদীঘি বা রাবার বনেও
যাই,ঘুরি,
সবুজ দেহি অইখানে হাটি, বেড়াই রাবার গাছের নগে
কথা কই তবুও
তোমারে মনে অয়, গাছের পাতা ঝরা দেখি আর একা
বকবক করি।
রাতে মেজু ভাইর ফিশারিতে বসে জলে চান দেহি, তোমার নেহাল চান, চান জলের সাথে ঢেউ খেলে, দেহি,
তহন মনে অয় তুমি আমার কইলজাতে চানের নেহাল
ঢেউ খেলতাছ, হাসতাস।
, এলকা যখন বইয়া থাহি তন্ময়ের বেইডাকে তহনও
তোমারে মনে অয়,
তোমার চিন্তা মাথা হতে হরানোর নিগা, নিয়ত করছি
আর তোমারে ভাববো না।
তবুও ছাপা শাড়ি পড়নে চান তোমারে মনে অয়, স্বপন দেহি ঘর বানমু, তোমারে নিয়া পলাই যামু।
ভাবছিলাম তোমারে নিয়া সুইজারল্যান্ড চলে যামু, পরে ভাবলাম পকেটে টেহা নাই, কি খাওয়ামু পরামু।
মনের স্বাতটা মরে গোলো তহন, হুদাই হুদাই স্বপন দেখলাম। দুঃখ আরো দিগুন অইলো।
তবুও তোমারে মনে অয়, গোপনে স্বপন দেহি তোমারে নিয়া ঘর বানমু।
তারপরও তুমি আমার খবর নেওনা, ম্যাজেসের উত্তর দেওনা ভালোও বাসো না
দুই অলিন্দে কষ্ট অয় তোমার নিগা, তোমার দেহার নিগা, তোমারে নিয়া ঘর বানার নিগা।
যেই দিন হেমন্তকে মনে করে লিখছিলাম ছলনা শূন্য ছিলো আঁখি তহন একজন বলেছিলো কারে উদ্দেশ্য করে লিখলি
আমি বলেছিলাম তোমারে নিয়া, হেদিন অয়তে নিয়ত করছি তোমারে নিয়া পলায় যামু তোমারে ভালোবাসার কথা কমু।
তারপরও তুমি আমারে ভালোবাসো না ম্যাসেজের উত্তরও দেও না।
যহন কলাতলী সাগর পারে লাবণি পয়েন্ট বইয়া থাহি
একা
আর তোমার সুন্দর মুখের মনোরমা হাসিডার কথা ভাবি একা একা
তহন আমার মনে অয় তোমারে আমি ভালোবাসি প্রিঁসলী ফুল
ডিম পাহাড়ে মেঘ উড়ার নেহাল তোমারে নিয়া উড়তে ইচ্ছা অয়
পাহাড়ে পাহাড়ে সাগরের তীর ঘেষে মেঘের নেহাল, মুক্ত বায়।
ঠগর সাহেব লিখছিলো
যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও
সে যদি তোমাকে ভালোবাসে তাহলে সে তোমার কাছে ফিরে আসবে।
ঠিক তেমনি তোমারে আমি মুক্ত বিহঙ্গ করে দিছি যদি
তুমি আমারে ভালোবাসো তবে ফিরে আইবে, এখানে,।
এটি দুইহাজার ছাব্বিশ সাল পর্যন্ত লিখবো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD