মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল স্থানীয় লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয়ের উন্নয়ন সমন্বয়কারী মোঃ কামাল হোসেন, লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিন উদ্দিন চৌধুরী।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা.মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের পরিচালনায় অতিথি ছিলেন-মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন রশীদ সেলিম, তাজুল ইসলাম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আবুল বশার, দপ্তর সম্পাদক শহিদুল উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুল আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ওসমান গনি ভূঁইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর মোশাররফ হোসেন বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন -লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভায় আগে আসলে উন্নয়ন নিয়ে আপনাদের অনেক চাহিদা ও দাবী থাকতো। আজ অনেক দাবী ও চাহিদা আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় পূরণ করে দিয়েছেন। বাকী কাজগুলো খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে, ইনশাআল্লাহ। তাই সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী সংসদ নির্বাচনে নৌকার জন্য কাজ করতে হবে।