1. admin@mannanpresstv.com : admin :
কবি –শাহ সাবরিনা মোয়াজ্জেম এর কবিতা // বুনো - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

কবি –শাহ সাবরিনা মোয়াজ্জেম এর কবিতা // বুনো

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১০৭ Time View

কবি –শাহ সাবরিনা মোয়াজ্জেম এর কবিতা // বুনো

হেলেঞ্চার ডাঁটায় ভর করে সন্ধ্যা নামে।
ভুত- পেত্নির মতো নারীর একদশা হলে —ভালো হতো।
মা যে দশভূজা তাই তার দশ দশা!
তার সবচেয়ে করুণ দশা হলো — বাচ্চাদানে সৃষ্টিকর্তার অশেষ নেয়ামতে
— ধ- রায় বেঁচে থাকা!
যেখানে অনাস্থা জ্ঞাপন করা হয়
— স্বামীর স্বজনকেন্দ্রীক
— সেখানে গর্ভধারিনীর কোনো উপায় থাকেনা—!
সন্দিগ্ধচিত্তে গর্ভধারিনিকে সন্দেহ মূলক
— ভাবে অবাঞ্চিত ঘোষণা করা হয় কিংবা
— করতে বাধ্য করা হয়!
সেদিন আকাশ ছিলো — ঘুটঘুটে আঁধারে.
সাফল্যের হাতছানিতে — পেঁচার করুণ ক্রন্দন! লাশের উপর ছায়া মেলে ধরে ডাহুক —! প্রচণ্ড উষ্ণীষ — অতিকম্পিত
কিংবা অপার্থিবতার বশিভূত হয়ে — গলায় ফাঁস নেয়নি রশ্নি! পোয়াতি ব্যথায় ছটফট করে ভেংচি কাটার নাও পেরিয়ে — স্বামীর বাড়ি থেকে অবাঞ্চিত হয়ে — সুন্দরী এক রাজকন্যার জন্ম দেয় রশ্নি!
দুব্বা ধানে আর বেগুন ফুলে শোভিত কুলো নেই, নেই মিষ্টি কিংবা বাতাসার বাহার। কানে আল্লাহ ধ্বনির আজান নেই। কানে আজান শোনার দায়বদ্ধতা থেকে — এ সমাজ বেঁচে গেলেও — সৃষ্টিকর্তার কাছে
এ দায় কতোটুকু — তাদের? জবাবদিহির ওজরে কাজ হবেনা কারণ আত্মজ ভ্রুণের দায় থেকে কখনো মুক্তি মেলেনা! শুধু হেবজ করা কুরানপাঠে সওয়াব কতোটুকু তা আমার জানা নেই তবে — অবিন্যস্ততার দায় পয়গাম্বর হলেও নিতে হবে!
বুনো,
মনের এষণীয় অনুভূতিতে পাখনা গজায়
— দারুচিনির দ্বিপে!
রত্নবণিক — হয়তো রত্নাভরণ গায়ে অলংকারে শোভিত করে!
কিন্তু ঝিংঙের ঝামা কি — মন পরিস্কার করে কখনো!?
বয়সের — যাঁতাকলে পিষ্ট হয়ে কেউ কি হ্যাংলা হয়েছে?
নাকী হ্যাংলার মতো তাকিয়ে থেকে চোখ বিনষ্ট করেছে — বহু পাবলিক!?
— সাইকেল সমেত ড্রেনেও পড়েছে
এমন বহু নজীর আমি দিতে পারবো —তোমায়!
শব্দহীন গিটারের মৌনতায়
— ক্ষীণ শিৎকারের চঞ্চলতার আবেশ
— পাওয়া যায় হৃদয়ে!
শোনা যায় বেহেলার — চিকন আদলের
— তারে জীবনের সর্বনাশী গান!
দুটো বাদ্যযন্ত্র বাজানোর অভ্যেস আমার ছিলো—! শুধু জল ছপছপানির ঘরে
বটির এক কোপ বসাতে পারিনি বলে জীবন আমার আজও অধরা-ই রয়ে গেলো।
বুনো,
আ- সমুদ্র হিমাচল
বায়োবিয় গ্যাস চেম্বারে যৌক্তিক কোন চুলো — জ্বলেনা।
মন জ্বলানোর ভাবনায় ঋদ্ধ করে রাখে।
টিনকাটা রোদ্দুর —
জল ছপছপ টিনের চালা
যেখানে দোয়েল কোয়েল আর
—গর্ভচিলের সঙ্গম!
বেহাতি জীবন — ঘরামির চৌকোণের
— বারোয়ারী ফাঁদ!
একটু মাটির গর্ত পেলেই
— খোঁড়াখুঁড়ির চলে যাদের
— তাদের প্রবঞ্চনা নিয়েই
— রশ্নিদের জীবন!
তাইতো বুনো — জীবনের নাড়ি বড্ড চঞ্চল!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD