কবি –মোঃ আবদুল গনি ভূঁইয়া এর কবিতা // তুমি মহাবীর
প্রকৃতির দুলনায় দুলতে দুলতে,
বিশালের মাঝে হারালে।
দুঃখের সাগরে ভেসে ভেসে,
তীরে উঠে এলে বলে ;
তুমি দুঃখ মিয়া নাম পেলে।
অনাথ অসহায় পথ শিশু
কুড়িয়ে পাওয়া বালক!
কদরআদর মিলেনি কভু
তবু পেলে কিছু সমাদর।
স্কুল পালানো বালক,
আসানসোলে রুটি বেলেছো।
বসে উনুনের ধারে,
কন্ঠে ধরেছ সুর;
মোহিনী তাল ল’য়ে সুমধুর।
লিখেছ প্রেমের কবিতা,
ধর্মের গীত, বিদ্রোহের ,সাম্যের
দামামা বাজালে হৃদে।
উর্দিপড়া কুর্দিওয়ালা সঙ্গিন হাতে
যুদ্ধে গেলে সৈনিক হলে।
গান আর সুর বাজালে সুৃমধুর,
বংশী হাতে বাউলা কেশে
মন্চ কাপালে নেচেগেয়ে
রুঢ় থেকে গৌড়ে।
সোনার বাংলার জাতীয় কবি।
তুমি পুংকেশর দূর্বার ক্ষেপা ব্যাঘ্র।
তুর্যে বীর্যে গর্জে শাসিয়াছ
কূত্শীত বিবর্ণ মানুষেরে।
সাঁঝালে সুন্দর ধরণীতল,
যুগ থেকে যুগান্তরে ;
তুমি রয়েছ অন্তরে অন্তরে।
ফতুয়ার কবজ তাবিজ কোমরে
বেধেঁ লড়াই করেছে যারা তারাই,
এখন তব প্রার্থনার জিকির করে ;
সুরে সুরে মসজিদে কুরসিতে বসে।
তুমি পীর ফকির মুর্শিদ সুফি সাধক
দার্শনিক জ্ঞানি গুণী মানি সম্মানি।
তুমি চন্ডালেরও ঘরে ভক্তের মহাশয় ,
তুমি মহাবীর সাধকের ভোজনালয়।