কবি –রাজু আহমেদ এর কবিতা // তুমি আছো
তুমি আছো এক জীবনে বিরহ-
বিষাদের এক গল্পগাঁথা হয়ে,
তুৃমি আছো কারণে অকারণে
জীবনের মঞ্চে নিখুঁত অভিনয়ে,
তুমি আছো পরিশেষটাতেও-
আমার পুরোটা অস্তিত্ব জুড়ে-
তবুও যেন বহুদূরে,
তুমি আছো হৃদয়ে মিশে
পুরোনো কোন ভালোবাসার
গানের সুরে,
তুমি আছো জীবনে বহুমাত্রিকতার
রঙে আঁকা সবুজের নানান সাজে!
তুমি আছো আমার গোপন ব্যথায়
পাওয়া না পাওয়ার স্বপ্নের মাঝে,
তুমি আছো ভয়ংকরী এক
জীবনের গল্পগাঁথাতে,
কারণে-অকারণে মান-অভিমানে
জীবনের মঞ্চে অভিনয়ে,
তুমি আছো-ভালোবাসার
সমস্ত রাগ-অনুরাগে,
মিশে গেছো একাকার হয়ে,
তুমি আছো-পুরোনো শুকিয়ে
যাওয়া কোন ফুলে, প্রিয় কোন
নামে প্রেমকাব্যের বিরহী চরণে,
তুমি আছো বিকেলের বয়ে
চলা শান্ত শীতল বাতাসে,
তুমি আছো সেই পঁচিশে
মন পাগল করা উদ্বীপ্ত–
যৌবনে।
তুমি আছো জীবনের বহুমাত্রিক
রঙে আঁকা স্বপ্নেরক্যানভাসে,
পাওয়া না পাওয়ার বিরহব্যথায়,
আমার স্বপ্নসুখের মধুর আবেশে।