বে-ভুলা মন মায়ার বাধন
খোঁজে সে ধন লোভের কারণ ,
মোটেও তার হয়না চেতন
বোঝে না আর আত্মার বেদন ।
জীবনে ভাই আসলে আকাল
কিভাবে পাই সুখের নাগাল ?
পুরোটা ঘোর হইলো জঞ্জাল
হয়েছে মোর জীবন বেহাল ।
এলোনা কেউ লইতে খবর
দু:খেরি ঢেউ ভাঙছে অন্তর ,
পেয়েছি খুব দু:খের নহর
মেরেছে ডুব সুখের প্রহর ।
এভাবে যার দু:খের পাহাড়
কিভাবে তার ঘুঁচবে আঁধার ?
গেলোনা সুখ হৃদয় যাহার
মনেরি দু:খ বুঝবে কে তার ?
বেড়েছে আজ দু:খের রোদন
কিভাবে ঝাঝ করবো গোপন ?
অব্যক্ত ঢেউ করছে ছেদন
বোঝে না কেউ মনের বেদন।