1. admin@mannanpresstv.com : admin :
কবি –সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // মনের বেদন - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

কবি –সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // মনের বেদন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৭৬ Time View

কবি –সৈয়দ ইসমাইল হোসেন জনি এর কবিতা // মনের বেদন

বে-ভুলা মন মায়ার বাধন
খোঁজে সে ধন লোভের কারণ ,
মোটেও তার হয়না চেতন
বোঝে না আর আত্মার বেদন ।

জীবনে ভাই আসলে আকাল
কিভাবে পাই সুখের নাগাল ?
পুরোটা ঘোর হইলো জঞ্জাল
হয়েছে মোর জীবন বেহাল ।

এলোনা কেউ লইতে খবর
দু:খেরি ঢেউ ভাঙছে অন্তর ,
পেয়েছি খুব দু:খের নহর
মেরেছে ডুব সুখের প্রহর ।

এভাবে যার দু:খের পাহাড়
কিভাবে তার ঘুঁচবে আঁধার ?
গেলোনা সুখ হৃদয় যাহার
মনেরি দু:খ বুঝবে কে তার ?

বেড়েছে আজ দু:খের রোদন
কিভাবে ঝাঝ করবো গোপন ?
অব্যক্ত ঢেউ করছে ছেদন
বোঝে না কেউ মনের বেদন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD