কবি –জাহাঙ্গীর আলম সুলতান এর কবিতা // দুখু মিয়া
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ২৪ মে, ২০২৩
-
১৪৯
Time View
কবি –জাহাঙ্গীর আলম সুলতান এর কবিতা // দুখু মিয়া
একটি ছেলের গল্প আমি
বলবো তোমাদের।
সেই ছেলেটি সবার প্রিয়
কবি আমাদের।
ভাল্লাগেনা বাধা ধরা
নিয়ম পাঠশালার।
স্কুল পালানো ছেলে ছিল
পরিচয় যে তার।
তাই বলে সে লেখাপড়ায়
ছিল না খারাপ।
তাহার মাঝে মেধার কোন
ছিলনা অভাব।
গানের গলাও ছিল তাহার
ভারী সুমধুর।
লিখেছে সে অসংখ্য গান
দিয়েছে তার সুর।
বয়স যখন নয় বছর তার
বাবাকে হারায়।
দরিদ্রতার সাথে অনেক
করেছে লড়াই।
দুখু মিয়া বলে তারে
ডাকতো অনেকেই।
মাজারের সে খাদেম হল
কিশোর বয়সেই।
মক্তবের ঐ মৌলভি আর
মসজিদ মোয়াজ্জিন
এবং রুটির দোকানের কাজ
করছে কিছুদিন।
তারপরে ওই লেটোর দলে।
করল সে যোগদান।
লিখতো সেথা কাব্য নাটক
লিখতেো পালা গান।
দশম শ্রেণির ছাত্র আবার
ছিল যখন ঠিক।
লেখাপড়া ছেড়ে দিয়ে।
হল সে সৈনিক।
সৈনিক শেষে পত্রিকার এক
হলো সম্পাদক।
হয়ে গেল পুরোপুরি।
সে তখন লেখক।
অধিকারী ছিল সে তো
বহু প্রতিভার।
বিদ্রোহী এক কবি নামেই
খ্যাত ছিল আর।
জন্ম তাহার পশ্চিমবঙ্গের
চুরুলিয়া গ্রাম
সেই জাতীয় কবি মোদের
কাজী নজরুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
More News Of This Category