বলিউডের খ্যাতিমান অভিনেতা আশিস বিদ্যার্থী ৬০ বছর বয়সে বিয়ে করেছেন। ফ্যাশন ডিজাইনার রূপালী বড়ুয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। নাচ-গান-আড্ডায় জমাজমাট আয়োজনের এ বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।
আশিস বিদ্যার্থী ও রূপালী বড়ুয়ার বিয়ের এ অনুষ্ঠানে পরিবার এবং কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।
ফ্যাশন ডিজাইনার রূপালী বড়ুয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি।
বৃহস্পতিবার (২৫ মে) কলকাতা শহরের একটি ক্লাবে রূপালী বড়ুয়ার গলায় মালা পরালেন এ বর্ষীয়ান অভিনেতা।
রূপালী বড়ুয়া মূলত আসামের মেয়ে। তবে কর্মসূত্রে কলকাতায়। এ শহরে তার একটি ফ্যাশন স্টোর রয়েছে।
এ বিশেষ দিনে দুজনকেই দেখা গেল সাদা রঙের পোশাকে।
আশিস জানিয়েছেন, জীবনের এই সময় পৌঁছে রূপালিকে পাশে পেয়ে তিনি অভিভূত। আনন্দের এই দিনটিকে স্মরণীয় করতেই বন্ধুদের এবং পরিবারকে সঙ্গে নেন তিনি।
এর আগে শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে সংসার করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এ বর্ষীয়ান অভিনেতা। তবে আবারও জীবনের নতুন ছন্দে, নতুন আঙ্গিকে এসে কীভাবে প্রেমে পড়লেন, বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সেটা নাকি এক লম্বা গল্প। ফ্রেম ছাড়িয়ে সেখানে প্রেমের নতুন দিগন্ত।