কবি –মোঃ পারভেজ সরকার এর কবিতা // এই মেয়ে নাম কি তোমার–? বলে যাও
প্রেম বালা তুমি হেসে যাও.!
আমি বিভোর বিস্মিত হই নীল গগনে চোঁখ বুলাই একটু শান্তির আশায়,
এ ছাড়া আর কি..?
হয় তো তোমার আপলোডকৃত ছবি কিংবা ভিড়িও
এর কল্পনায় বিভোর হয়ে যাই।
“প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে ফুলের মাধ্যমে ঠিক তদ্রুপ ক্ষ্যাপা মন বলে মানব যে সুন্দর চিত্র নারী।”
ক্ষ্যাপা মন ভেবে তুমি রাণী তাহার অবদান হাসি
নারীর হাসি এত সুন্দর তা আমার জানা ছিলো না।
রুপ সৌন্দর্যবর্ধন করে না করে হাসি সর্ব উত্তম সৌন্দর্যের প্রতীক।
কেবল নীল গগন আমায় খোঁজে
একটু ভালোবাসা বিলাবে বলে,
আমি সেই সাথেই কল্পনায় বিভোর হই বিকেল কাটানো প্রেমোময় গৌধুলীর রংধুর আবির মাখা প্রেমরুপসী পথ।
হঠাৎ কম্পিত হৃদয়ে নাড়া..!
তোমার যান্ত্রিক শহরে প্রেমের বিশাল বিশাল রেস্তোরাঁ কুঁটির তাতে কারো হাতে গোলাপ কিংবা বেলির মালা।
আমি বলি প্রেম বালা তুমি শুধু হেসে যাও,
কাজল কালো নয়নে আমি মুগ্ধ।
চোখ বুঝতে চোখে মিশ্রিত জল কনার পূর্বাভাস।
কি বলবো..?
আমি শুধু চেয়ে রই,
কারন প্রেমিক হবার ইচ্ছে নেই
আমার পাঞ্জাবীর পকেটে একটা মন আছে
সেই মন শুধু তোমায় আগলে রাখতে চায়।
আর জানতে চায় তুমি কী আপন করে নিবা এই বুকের মাঝে আগলে।
প্রশ্নটি করা হয় নি ?
সম্মুখে আসলে শুধু ভেবে যাই,
যদি অভিমান করো, আর না আসো
আমার লেখার ফুলঝুড়িতে শুধুই তুমি আছো।
তোমার কথা ভাবতেই সিগারেট খাওয়াটাও বাদ পড়ে,
কল্পনায় এখন তো কেবল পকেট ভর্তি বেলি ফুল,
কি সুন্দর গন্ধ,
বারবার মন চায় তার সুভাস নেই
ঠিক যেমনটি তুমি চাও।
চোখে মুখে মায়া,
আমার তো তুমি হলেই চলবে,
তোমায় দেখলে আমার মন বলে যায়,
এই মেয়ে নাম কি তোমার–?বলে যাও।
আর আমায় আগলে রাখতে পারবে না তুমি,
জানি এই সব আমার অবহেলিত মনের অপ্রকাশিত গল্প গুচ্ছ যা কখনো প্রকাশ পায়নি কোন অজানা ঠিকানায়!