সম্পর্কগুলো যেনো
অনেকটাই জোয়ার ভাটার মতো।
কখনো প্রজাপতির মতো রং বিলিয়ে জীবনকে করে পূর্ণ।
আবার কখনো অমানিশার ঘোর অন্ধকার
এসে জীবনকে করে শূন্য।
আদান প্রদান মাত্রার স্কেলে কখনো আপন হয়ে যায় পর,
আবার পর হয়ে যায় আপন
এভাবেই চলে সম্পর্কের দীর্ঘ বিনিময়।
বুঝলে আকাশ!
তুমি যেদিন সাত সমুদ্র পাড়ি দিয়ে আমার জন্যে পেঁজা পেঁজা ধূয়ার মতো মেঘরাশি
উপহার এনেছিলে,
সেদিন তুমি আমাকে এতোটাই ভালোবাসার সম্পর্কে বেঁধে ছিলে
যে আমার সাথেই হয়েছিলো তোমার প্রথম ভালোবাসার বৃষ্টিস্নাত।
আমি নীলাম্বরী সাজে তোমার সারা গায়ে সম্পর্কের মজবুত গাঁথুনি দিয়েছিলাম।
সেদিন ভুলেই গিয়েছিলাম স্থায়ী ঠিকানার স্বজনদের।
যেখানটায় ছিলো আমার উৎপত্তি।
তোমার আমার ভালোবাসার সম্পর্কের বৃষ্টিস্নাত হতেই ধরিত্রি পেলো সকল সজীবতার ফসল।
সৃষ্টি হলো সম্পর্কের সেতুবন্ধন।
তাইতো আর তোমার উৎপত্তি খুঁজতে যাইনি।
ভুলেই গিয়েছি আমার উৎপত্তিকেও।
এভাবে হাজার বছর কাটিয়ে দিতে পারবো তোমার সাথে,
শুধুই ভালোবাসার সম্পর্কের জোড়ে।