কুমিল্লার লাকসামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ পারভেজ (২৩) একজন আহত হয়েছে। রবিবার উপজেলার বড়বাম গ্রামে এই ঘটনা ঘটেছে।
আহত পারভেজ ওই গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে। এই ঘটনায় মোঃ ইব্রাহিম বাদী হয়ে লাকসাম থানায় একই গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃ ফরহাদ (২২), মৃত আলী আজ্জমের ছেলে আব্দুল মতিন (৬৫) ও রাজাপুর গ্রামের লাল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৮) কে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্রে জানা যায়, ওইদিন পারভেজ বাড়ি আসার পথে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে তার পথ রোধ করে তাকে এলোপাতাড়ি পিটাইয়া, কিল-ঘুসি দিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় পারভেজের শোর-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছেলের বাবা বাদী ইব্রাহিম এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।