কবি –সালাহ উদ্দিন মিঠু এর কবিতা // অতিষ্ঠ তাপদাহে
তীব্র তাপদাহ এই অস্বস্তির মাঝে
প্রত্যহ দিনমজুর যায় নিজ কাজে,
বাঁচার তাগিদে ওরা করে যাচ্ছে কর্ম
শ্রমজীবী মানুষের পুড়ে যাচ্ছে চর্ম।
জীবনের ঝুঁকি নিয়ে খাবারের জন্যে
কাজ কভু থেমে নেই ছুটে হয়ে হন্যে,
খোলা আকাশের নিচে কৃষিকাজ করে
কাঙ্খিত ফলনে মন আনন্দেতে ভরে।
সারাদিন কাজ করে ঘুম নাহি রাতে
বিদ্যুতের লুকোচুরি দিনে রাতে প্রাতে,
এতো হলো উৎপাদন কাগজে কলমে
পেট ব্যথা হলে ভাই সারে কি মলমে।
কথা কাজে মিল নাই শুধু ফাঁকা বুলি
এতোবড় মিত্যাচার কি করে যে ভুলি,
বিদ্যুতের উচ্চ মূল্য বাড়ছে শুধু দাম
নিম্ন আয়ে পেরেশানি হলো বিধি বাম।
নিম্ন মধ্যবিত্ত ভাই বড় অসহায়
হতবুদ্ধি হয়ে ফিরে কার কাছে যায়,
পণ্যদ্রব্যে উর্ধগতি ক্রয়ে সাধ্য নাই
আয় ব্যয়ে অসঙ্গতি চিন্তাযুক্ত তাই।