কবি –ড. বলরাম ঘোষ এর কবিতা // হে জীবন স্বামী
আমি জানি এই আকাশ জুড়ে তুমি ,
ভুবন গ্রহ গ্রহান্তর নক্ষত্র লোক চুমি –
তুমি আছো সর্বত্র , ব্যাপ্তির অখণ্ডতায়
সমুদ্রের সীমাহীন জলরাশির প্রচণ্ডতায়
নিঃসীম শূন্য প্রদেশলোকে তুমি স্থির নিশ্চল ,
আবার তুমিই জন কলোল্লে উজ্জ্বল প্রাঞ্জল ।
ব্যাপ্তি থেকে সুপ্তি ,আবার সুপ্তি থেকেই জাগা,
শুকনো ধুলোর অন্তর অনু পরমাণু রূপে বাসা।
তুমি দৃশ্য থেকে অদৃশ্যে, আকারে নিরাকারে
জড় থেকে জীবে,জীব জড়ে আছো সবাকারে ।
জল অগ্নি বায়ু মাটি শিশুর মুখের হাসিতে ,
জয়ে পরাজয়ে তুমি, আছো বিদ্রোহে শান্তিতে ।
তুমি নিঃসঙ্গ একাকী মানুষের ক্রন্দনে বিরহে ,
আছো বন্ধু পিতা মাতার মতো অসহায় জীবনে।
ক্ষুদ্র ক্ষুদ্র কীটের প্রাণে প্রাণে তুমি মাটির ঘ্রাণ ,
তুমি আছো শস্য শীষে,পশু পাখির সবুজ প্রাণ।
ধ্বংস নৃত্য তাণ্ডব কোলাহল, সর্বনাশা মৃত্যুতে ,
তুমি সৃষ্টির বীজে নির্মাণ শিল্পীর নব আলোকে।
তুমি নির্জন ,তুমি সজ্জন তুমিই উৎসলোক,
তোমার আলোকে বিশ্বভুবন আলোকিত হোক.