আমি দেখেছি মানুষ বাঁচার জন্য
আপ্রাণ করছে নিত্য নিয়তি লড়াই।
এক মুঠো ভাত আর এক মুঠো ডালের জন্য
চলছে দিনভর সংগ্রাম চড়াই উৎড়াই।
চারিদিক বাজার পণ্য দ্রাব্য সামগ্রী
দিন দিন লাগামহীন বাড়ছে তো বাড়ছেই
কর্মের বেতন যেমন আছে তেমনিই,
বাড়ার কোন আশংকা নেই।
চাল ডাল শবজি আনতে আনতেই শেষ।
এক বিন্দু সঞ্চয় তো দুরের কথা
ভবিষ্যৎ স্বপ্ন বলে গরীবের কিছু নেই।
শত অভাব অনটনে মানুষ মরলেও
ধনীদের কিছু যায় আসেনা।
তারা অবৈধ উপায় করছে ব্যবসা বাণিজ্য
কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন
বর্তমান ব্যাংকগুলো তাদের পোষাতে পোষাতে
দিন দিন হচ্ছে মহা সংকট দেউলিয়া প্রবন।
দেশে দূর্ভিক্ষ কিংবা মহামারী হলে
ধনীরা দিবে বিদেশ পাড়ি
যত গরীব মধ্যবিত্তদের হবে মরন
এক মুঠো চাল ডালের জন্য
অনাহারে করুন মৃত্যু ক্ষরণ।
যে দেশ ছিলো গোয়াল ভরা গরু
আর গোলা ভরা সোনালী পাকা ধান
খাল বিল পুকুর ভরা মাছ আর মাছ
আর সুমিষ্ট গন্ধ ফুলে ফলে প্রাণ।
এমন দেশটাকে যারা করেছো খুন
ভেবনা তোমরা হয়ে যাবে পাড়
তার জন্য তোমাদের পোহাতে হবে
মনে রেখো পাবেনা এক বিন্দু ছাড়।