কবি –মোঃ ইসহাক মিয়া এর কবিতা // নির্দোষ খোদা
দুখীর দুঃখ কভু যায় নাকো ঘুচে,
অদৃষ্ট থাকে সদায় বৈরী যে তাহার।
শত চেষ্টা যায় বৃথা পায় না কিনার,
মিছে আশায় আবার আঁখি জল মুছে।
ক্লেশে ফরিয়াদ করে আল্লাহর কাছে,
তাতে হয় নাকো রদ পোড়া অদৃষ্টের।
ভাবে হৃদে এত কষ্ট কোন সে পাপের,
মূলত ভাবনা যত সকল’ই মিছে।
কোন হালতে থাকিবে কে এই ধরাতে,
নির্ধারণ করেই তা করেছে প্রেরণ।
ডুবে যাতে নর নিজে মিছে অজুহাতে,
পঞ্চ ইন্দ্রিয় মাধ্যমে করে সচেতন।
খোদা গায়ে কোন দোষ রহিল না তাতে,
মরমে মরিয়া হলে যে কারো মরণ।
আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা সহিত অজস্র ধন্যবাদ ও শুভকামনা জানাই উক্ত পত্রিকার কলাকৌশলিদের
ও উক্ত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি
আমার লেখা প্রকাশ করায় কৃতজ্ঞতা সহিত অজস্র ধন্যবাদ ও শুভকামনা রইলো সুপ্রিয় সুহৃদ কবির তরে ও উক্ত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি