পারিবারিক কলহের জেরে জয়পুরহাটের কালাইয়ে স্ত্রী আয়েশা খাতুনকে (৬০) কোদালের আঘাতে হত্যা করেছে স্বামী মোসলেম উদ্দিন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
স্বামী মোসলেম উদ্দিন উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। নিহত আয়েশা খাতুন একই গ্রামের মৃত জুয়েল প্রামাণিকের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ মোসলেম উদ্দিন শনিবার সকাল থেকে কাদিরপুর গ্রামের উত্তর পাশে মাঠের মধ্যে তার জমিতে বর্ষা মৌসুমে মাছ ধরার জন্য গর্ত করছিলেন। এদিন বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রীকে মাঠের মধ্যে ডাকেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতে থাকা মাটিকাটার কোদাল দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করেন মোসলেম। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান আয়েশা।
নিহতের ভাই আব্দুস সামাদ বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
নিহতের ছেলে রাশেদুল ইসলাম বলেন, আমার বাবা একজন উগ্র মেজাজের লোক। কথায় কথায় বাবা মাকে মারপিট করে। এ ঘটনায় বিচার চেয়ে নিজেই বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা করব।
কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, স্বামীর কোদালের আঘাতে স্ত্রী ঘটনাস্থলেই মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।