কবি –নীল কাব্য এর কবিতা // আস্থায় তুমি
বিষন্নতার সকাল,ভাঙা মন! অপেক্ষার আঁচল দূর স্বপন
বাগান বিলাসীর রঙিন দোলা, আকাশ ছোঁয়া শূন্যতার ভেলা
রেশমীর রিনিঝিনি সুর আজ অলীকতা,লোকারণ্যেও নির্জনতা! বাস্তবতা
হাসির কোলাজেন শূন্যের কোঠায় অভিনয়ে জীবন! সামাজিকতা।
কণ্টকাকীর্ণ পথ রক্তাক্ত কদম,রাঙা পদচিহ্নের রেখা
অমনিশা অন্ধকার জীবনের চারধার,বাস অনিচ্ছার কারাগার
দমবন্ধ জীবন, যেন বন্ধ ঘড়ির কাঁটার মতো! মুহূর্তেই আবাস ডাস্টবিনের
হয়তো ভুলো মনে দেয়াল দখল,মিছে শোভা বর্ধন,বন্ধ ঘড়ির।
গোলাপ রাণী অনুভবে দামী!কাঁটার আঘাতে রক্ত ঝরায় যত্নে! ব্যাথায় কুঁকড়ে
সৌন্দর্যের মুগ্ধতায় ভালোবাসা ছুঁয়ে যায় গোলাপ গন্ধে আনমনে- নিগুঢ়ে
বিষন্নতার দেয়াল ভেঙে, একদিন উপচে পড়বে “ভালো আছি” খুশির জোয়ারে।
নীল পর্দা দোল খায় বাতাসে!ভাবনার বুক জুড়ে “তুমি”
যার হাত ধরে নিশ্চিন্তে হেঁটে চলি মধুমতীর তীর ঘেষে
আদর ছুঁয়ে দেয় চরণে লকলকে সবুজ ঘাস! বাতাস জড়িয়ে থাকে নীল শাড়ীর আঁচল যেন সুখ আলাপন।